Skip to content

Latest commit

 

History

History
52 lines (35 loc) · 3.44 KB

CONTRIBUTING.md

File metadata and controls

52 lines (35 loc) · 3.44 KB

Contributions Guidelines

ধন্যবাদ যারা আমাদের প্রজেক্টে কন্ট্রিবিউট করবেন। আমরা আপনাদের কন্ট্রিবিউশন এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা কন্ট্রিবিউশন করবেন তারা নিচের গাইডলাইন ফলো করতে পারেন।

নির্দেশনা

  • সূচিপত্রতে নতুন কোনো টপিক যোগ করতে চাইলে আগে Issue ক্রিয়েট করে জানান।

  • প্রতিটি প্রশ্ন ও উত্তন Dropdown এর মত করে করে লিখতে হবে।

  • Diagram বানাতে হলে eraser app ও Code শেয়ার করতে চাইলে snappify ব্যবহার করে তার ছবি assets ফোল্ডারি সঠিক নামে সেভ করুন ।

  • শুধুমাত্র প্রশ্ন দিলে হবে না, প্রশ্ন ও উত্তর দিতে হবে । বা কোনো প্রশ্ন এর উত্তর দিতে পারেন ।

  • Translator দিয়ে Translate করে লিখলে বা সরাসরি ChatGPT,Bard এর মাধ্যমে লিখে তা উত্তর হিসেবে সামবিট করলে তা গ্রহনযোগ্য হবে না ।

  • প্রতিটি উত্তর এর ক্ষেত্রে , নিম্নের এটি দিয়ে শুরু কর তে হবে

<span style="color:#f43f5e;">উঃ</span>

কিভাবে কন্ট্রিবিউট করবেন

  • বানান ঠিক করতে পারেন।
  • কোনো প্রশ্ন যোগ করতে পারেন ও উত্তর দিতে পারেন
  • কোনো প্রশ্ন এর উত্তর ব্যখ্যা সহকারে বা আরও সুন্দর করে আপডেট করে দিতে পারেন ।
  • কোনো টপিক যোগ করতে পারেন। ( এক্ষেত্রে আগে Issue ক্রিয়েট করে নিবেন )

পরামর্শ

  • Notion এ আপনার প্রশ্ন-উত্তর লিখে তা আপনি চাইলে কপি করে README.md তে কপি করতে পারেন । এক্ষেত্রে আপনার নিজের manually markdown ফরমাটে লেখার প্রয়োজন হবে না ।

  • markdown ফরমাট এ লেখার জন্য আপনি চাইলে এই Snippet ব্যবহার করতে পারেন ।

{"Dropdown in Markdown": {
	"prefix": "dropdown",
	"body": [
	  "<details>",
	  "<summary>  $1 </summary>",
	  "<span style='color:#f43f5e;'>উঃ</span> $2 ",
	  "</details>"
	],
	"description": "Dropdown in Markdown"
 }
	}

সকল কন্ট্রিবিউটোরস যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।